1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সংসদ বসছে ৬ সেপ্টেম্বর

  • প্রকাশের সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৬ বার সংবাদটি পাঠিত

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসবে আগামী ৬ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন আহ্বান করেছেন।

আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, মূলত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসানোর বাধ্যবাধকতা আছে। গত ৯ জুলাই এ বছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে অনুষ্ঠিত বাজেট অধিবেশন ছিল খুবই সংক্ষিপ্ত।

সূত্র জানায়, নিয়ম রক্ষার জন্য আহ্বান করা আগামী অধিবেশন হবে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। এর আগে করোনা মহামারির মধ্যে ডাকা সপ্তম অধিবেশন (বাজেট অধিবেশনের আগের অধিবেশন) এক দিনেই শেষ হয়েছিল। করোনার সংক্রমণ অব্যাহত থাকলে আসন্ন অধিবেশনও এক-দুই দিনে শেষ করা হবে। অধিবেশনের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION