বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ঔষধ মটরসাইকেল সহ নাজমুল ইসলাম (২৩) নামে এক ঔষধ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
সোমবার (১০ আগষ্ট) সকাল ৭টার সময় সাদিপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটকৃত বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
৪৯রঘুনাথপুর ক্যাম্প থেকে জানা যায়,গোপন সংবাদে জানতে পারি একজন পাচারকারী বিপুল পরিমান ভারতীয় ঔষধের একটি চালান নিয়ে সাদিপুর রাস্তা হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে । এমন সংবাদে রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী,ল্যান্স নায়েক আব্দুর রহমান ও সিপাহী ইমরান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ ও একটি মটরসাইকেল সহ নাজমুলকে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১০/০৮/২০২০
০১৮৫১৪৬৫৩৩১