সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে মটরসাইকেলে ৫০ বোতল ফেন্সিডিল সহ কার্তিক বিশ্বাস (২৬) আটক করেছে বিজিবি সদস্যরা। রবিবার(৯ আগষ্ট) সকাল১১টার দিকে আটক করা।আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার বৃত্তি আঁচড়া গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে। ৪৯রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার থেকে জানা যায়,গোপন সংবাদে জানতে পারি এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে বালুন্ডা দক্ষিণপাড়া রাস্তা হয়ে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার আশেক আলী,ল্যানস নায়েক আব্দুর রহমান ও সিপাহী ইমরান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ একটি মটরসাইকেল আসামিকে আটক করে।আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।