আবু সাঈদ আল জিহাদ: করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চলমান আছে অভিযান। (৭ই আগস্ট) শুক্রবার বেলা১১ টায় শহরের পুরাতন বাজার সহ আশেপাশের এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসনের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা ও মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান চলাকালিন সময় সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক না পরায় দায়ে দোকানদার, ক্রেতা পাবলিক সহকারে ৭হাজার৫০০ টাকা জরিমানা করেন। অপর দিকে মংচিংনু মারমা অভিযান চলাকালিন সময় সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক না পরায় দায়ে পাবলিককে ১হাজার ৪শত টাকা জরিমানা করেন ১৬টি মামলায় ৮হাজার ৯শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।