চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ০৬ আগষ্ট ২০২০ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন জয়পুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর সামনে অপারেশন পরিচালনা করে। উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ মামুনুর রশিদ (২৬), পিতা-মোঃ আকবর আলী, সাং-রাওথা, থানা-চারঘাট, জেলা-রাজশাহী, ৪৪৫ পিস ইয়াবা, ০২ টি মোবাইল ফোন, ০৪ টি সীমকার্ড, ০২ মেমোরীকার্ড, নগদ ৪,০০০/-টাকাসহ গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল একই দিনে দুপুর ০২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন দেওয়াপাড়া গ্রামস্থ আসামী মোঃ আনারুল ইসলাম @আনু (৪০) এর বসত বাড়ীর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে। অভিযানে, গাঁজা-২০ (বিশ) গ্রাম এবং ০৫ (পাঁচ) টি কাঁচা ছোট বড় বিভিন্ন উচ্চতার গাঁজার গাছ যার শিকড়, কান্ড, সবুজ পাতা ও ডালপালাসহ ওজন ১২ (বার) কেজি, মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা সহ মোঃ আনারুল ইসলাম @ আনু (৪০), পিতা-মোঃ আব্দুস সাত্তার, মাতা-মোছাঃ সৈয়দা বেগম, সাং-দেওয়াপাড়া, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।