কণ্ঠ ডেস্ক:সাতক্ষীরার দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান, সাবেক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা স্পেশালাইজ্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত আনুমানিক ১২.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে দৈনিক প্রতিদিনের কন্ঠর সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন গভীর শোক প্রকাশ করেছেন তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি ও দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ্পাক উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন,আমিন।