বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা গোগা সীমান্ত থেকে ২৮কেজি ২শত গ্রাম ভারতীয় রুপা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার(৭এ আগষ্ট)রাতে পরিত্যক্ত অবস্থায় গোগা গাজিপাড়া সীমান্ত মাঠ থেকে উদ্ধার করা হয়।এ সময় কোন পাচারকারী আটক হয় নাই।
২১ বিজিবি গোগা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মশিয়ুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে,পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান রুপা এনে গোগা গাজিপাড়া মাঠে অবস্থান করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৮ কেজি২শত গ্রাম রুপা উদ্ধার করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।