সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মৃত্যুবরণ করেছেন। গতকাল পৌনে একটার দিকে তার ভাইপো আজিজ সুমন ফেসবুক পোষ্টে এ তথ্য জানিয়েছে। আব্দুল গণি দেবহাটা উপজেলা পরিষদের পর পর দুই মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান।
এর আগে তিনি দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
৭১’র মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই বীর মুক্তিযোদ্ধা দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার ছিলেন। গত ৪ আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তিনি লাইফ সাপোর্টে থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।