বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ঈদ ও সাপ্তাহিক তিন দিন বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সাপ্তাহিক ছুটি ৩১ জুলাই থেকে আগস্টের ১ও২ তাং ঈদের ছুটিতে এ পথে বাণিজ্য বন্ধ থাকবে।আবার ৩ আগস্ট থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে। ঈদের ছুটির মধ্যে যাতে স্থল বন্দরে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত (ওসি) আহসান হাবিব জানান, এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারতে করোনা ভেতরে আটকা পড়া পাসপোর্ট যাত্রী যাতায়াত থাকবে।
বেনাপোল পোর্টথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, ঈদের ছুটির মধ্যে স্থল বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি করা হবে।