স্টাফ রিপোর্টারঃ বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত যশোরের শার্শা উপজেলার অসহায় পরিবারগুলোর গৃহ সংস্কারের জন্য ৬ষ্ঠ পর্বে ১৮ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক তরুণ বি এন পি নেতা আলহাজ্ব মহসিন কবির।
তার পক্ষ থেকে ৬ ষ্ঠ পর্বে শার্শা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারের বাড়িতে বাড়িতে এই অর্থ সহায়তা পৌছে দেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, বিএনপি নেতা এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা থানা বিএনপির প্রচার সম্পাদক ও শার্শা ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিফজুর রহমান, জেলা তাঁতীদলের যুগ্ম-অাহবায়ক নুরুজ্জামান খোকন, উপজেলা মহিলাদলের সভানেত্রী রিনা পারভীন, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাবেক চেয়ারম্যানের পুত্র সাবেক ইউপি সদস্য বখতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকারম হোসেনের পুত্র এম.ডি স্বপন, সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমানের পুত্র মন্জুর রহমান, বিএনপি নেতা অাব্দুল মোমিন, বাবলুর রহমান, অাবু জাফর, সিরাজুল আবদুল হাই, আব্দুল খালেক, আক্কেল আলী, শরিফুল ইসলাম, যুবদল নেতা রিংকু, মন্টু, বেনাপোল পৌর ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন প্রমুখ।
অালহাজ্ব মহসিন কবীরের এই প্রচেষ্টার সার্বিক ব্যাবস্খাপনায় অাছেন বেনাপোল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অাবু তাহের ভারত।
এই বিষয়ে বিএনপি নেতা আলহাজ্ব মহসিন কবীর বলেন,করোনা ভাইরাসে স্বল্প আয়ের মানুষ যখন দিশেহারা,সেই সময়ে ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে বহু মানুষ গৃহহীন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় শার্শা উপজেলার ১১ টি ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ড সহ মোট ১০৮ টি ওয়ার্ডের অসহায় পরিবারের মধ্যে গৃহ সংস্কারের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে ৬ ষ্ঠ ধাপে শার্শা ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের মাঝে স্থানীয় বিএনপি, যুবদল, মহিলাদল, তাঁতীদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মাধ্যমে ১৮ টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
এই পর্যন্ত ৬ দফায় ১১৯ টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। মানবিক সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ্।