1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

প্রেমের টানে ভারতীয় তিন সন্তানের জননী বাংলাদেশে দুই সন্তানের জনকের কাছে

  • প্রকাশের সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৭৯ বার সংবাদটি পাঠিত

বেনাপোল প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের গাজি পাড়ায় পরকীয়া প্রেমের জের ধরে ভারতের তিন সন্তানের জননী বাংলাদেশের দুই সন্তানের জনক এর কাছে চলে এসেছে।

শার্শার পাচভুলোট সীমান্ত গ্রামের মৃতঃ নজরুল ইসলামের ছেলে লিটন এর কাছে। ভারতের হিন্দু সম্প্রদায়ের শ্রী রাজন এর স্ত্রী চোরাইপথে পালিয়ে এসেছে। সাথে ওই নারীর একটি কন্যা সন্তানকেও নিয়ে এসেছে।

গোগা ইউনিয়ন এর পাচভুলোট ১ নং ওয়ার্ডের মেম্বার নেছারউদ্দিন নেছা বলেন, লিটনের এই পরকীয়া নিয়ে কয়েকবার শালিশ বিচার করে তাকে মারধর ও দিয়েছি । কিন্তু সে কোন কথা না শুনে গত ২০ জুলাই চোরাই পথে বিজিবর চোখ ফাঁকি দিয়ে ওই নারীকে ভারত থেকে নিয়ে এসেছে। তবে সে তার গ্রামের বাড়ি না উঠে যশোর ভাড়া আছে।

লিটনের প্রথম স্ত্রী দুই সন্তানের জননী রেক্সোনা বেগম বলেন লিটন গরুর রাখাল ছিল। সে সেই সুবাদে প্রায় ভারত যাতায়াত করত প্রায় ৫ বছর আগে ওই নারীর সাথে সে অবৈধ সম্পর্ক গড়ে তোলে । ওই নারীর বাড়ি পাঁচভুলোট ঘাট পার হয়ে ভারতের গাইঘাটা থানার বন্যবাড়িয়া গ্রামে। তিনি বলেন আমার একটি মেয়ে বিয়ে দিয়েছি একটি নাতি আছে লজ্জার বিষয়। আপনারা ভারতীয় মেয়েটিকে বুঝিয়ে তার নিজ দেশে পাঠিয়ে দেন।

স্থানীয়রা বলেন গরুর রাখাল লিটন ভারতীয় মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমজ সম্পর্ক গড়ে তুলে নিজ স্ত্রী সন্তানদের দেখা শুনা করে না। সে আয় উপার্জন বাদ দিয়ে এখন ওই নারীকে নিয়ে মেতে আছে। কি ভাবে সীমান্ত পার হয়ে একটি সন্তান নিয়ে ওই নারী বাংলাদেশে আসল জানতে চেয়ে অগ্রভুলোট সীমান্তর বিজিবি সুবেদারকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমকে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না দিলে কোন ব্যবস্থা নেওয়া সম্ভব না।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION