বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা পাঁচভুলোট সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের সময় বিএসএফ গুলিতে আলামিন(২৮) নামে এক গরু রাখাল আহত।
মঙ্গবার(২৮শে জুলাই)ভোর রাতে পাঁচভুলোট সীমান্তে এ ঘটনাটি ঘটে।
আহত ব্যাক্তি বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের আহাদ এর ছেলে।
গুলিবিদ্ধ আলামিন খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পিতা আহাদ আলী জানান, তার ছেলে মাঝে মাঝে ভারতে যায় মালামাল ও গরু আনতে। গতকাল রাতে ও একই উদ্দেশ্য নিয়ে তারা ৩-৪ জন মিলে ভারতে যাচ্ছিল। এ সময় ভারতের বন্যাবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার ছেলের ডানহাতে গুলি লাগে। এখন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাচ্ছি।
শার্শা সীমান্তের পাঁচভুলোট ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেনের কাছে বিএসএফ কর্তৃক বাংলাদেশি গরু রাখাল আহতের বিষয়টি জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এস আই আনোয়ার হোসেনের কাছে বাংলাদেশি গরু রাখাল সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হওয়ার বিষয়ে জানেন না বলে জানান।