মাবিয়া রহমানঃ মনিরামপুরে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউ,পি চেয়ারম্যান পদের নৌকা প্রতীকের পদপ্রার্থী জিন্নার ভাই তবিবার রহামানসহ ২ জনকে বিপুল পরিমান ফেনসিডিলসহ আটক করেছে মনিরামপুর থানা পুলিশ।
সোমবার রাতে আনুমানিক ৮:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানার এস.আই শেখ আশরাফুল আলম, এ.এস.আই আব্দুর রহমান ও এ.এস.আই শফিকুল ইসলামের সঙ্গীয় ফোর্স হেলাঞ্চী পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে থেকে ১৭৩ বোতল ফেনসিডিলসহ তবিবার ও শাহীনকে আটক করে।
আসামী-১ তবিবার উপজেলার হেলাঞ্চী গ্রামের আলহাজ্ব আমির আলী বিশ্বাসের পুত্র।
আসামী-২ শাহীন দিঘীরপাড় গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এ.এস.আই আব্দুর রহমান জানান,আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১৭৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এবিষয়ে মনিরামপুর থানায় উভয়কে মাদক মামলায় আসামি করে মামলা রুজি করা হয়েছে।