1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রলীগের ধারাবাহিক বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত

  • প্রকাশের সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২০৪ বার সংবাদটি পাঠিত

নিজস্ব সংবাদদাতাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেকের ৩টি করে বৃক্ষরোপণ বাস্তবায়নের অংশ হিসাবে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর -৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার এর নির্দেশনায় ৩মাস ব্যাপি বৃক্ষরোপণের অংশ হিসাবে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (২৭ জুলাই) যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর তত্ত্বাবধানে ৩ মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে দেয়াড়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান এর সার্বিক সহযোগিতায় ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে দেয়াগা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ১০০শত গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ আওয়ামীলীগের প্রবীণ সদস্যরা।

ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মাহিন আরিফ, জাহিদ হাসান, রাজন হোসেন, রায়হানুল ইসলাম সহ ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION