ডেস্ক রিপোর্টঃ: যশোরের মনিরামপুরে খানপুর ইউনিয়নের ঘুঘুদাহ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবাকর্মী দেবেন্দ্রনাথ ঘোষাল করোনা উপসর্গ নিয়ে আজ সকাল ১১ টায় ইন্তেকাল করে। কিন্তু তার সৎকার করতে রাজি হননি এলাকাবাসী,করোনা ভীতির কারনে লাশ পড়ে থাকে বিকাল পর্যন্ত । অবশেষে মৃতের ভাইপো গোপালপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক কাঞ্চন ঘোষাল বিকালে তাকওয়া টিমের সহযোগিতা চান। সনাতন ধর্মের ব্যক্তির সৎকারে এগিয়ে আসলেন যশোরের তাকওয়া ফাউন্ডেশন। এলাকাবাসীর কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, লোকটির অনেকদিন যাবত জ্বর ছিল হঠাৎ আজকে মারা যায়, করোনার ভয়ে তার দেহ সৎকারে কেউ আসছে না। পরবর্তীতে তাকওয়া ফাউন্ডেশনের যশোর টিমের কেন্দ্রীয় সমন্বয়ক নাসিম খান জানান, মৃতদেহ সৎকারের জন্য কেউ এগিয়ে না আসলে তাকওয়া ফাউন্ডেশন যশোর জেলা টিমের সদস্যরা হিন্দু রীতির প্রতি সম্মান রেখে মৃতদেহ গোসল শেষে সাতগাতি মহাশ্মশানে পৌঁছে দেই। এবং আজকের দাফন কার্যে অংশগ্রহণ করে নাসিম খান,আশরাফ ইয়াসিন, মো: ইউসুফ আলী, মাহমুদুল হাসান, আবুল কালাম আজাদ, তাহমিদ খান, আতাউল্লাহ ও কাজী সবুজ। এছাড়াও তাকওয়া টিমের সদস্যরা জানান, করোনা উপসর্গ বা করোনা নিয়ে মৃতের সংবাদ দিলে তারা ধর্মীয় নিয়ম রীতি মেনেই দাফন কার্য সম্পন্ন করবে। এবং তাকওয়া ফাউন্ডেশনের সমন্বয়কারী আরো জানান তারা মৃতের কাফন দাফনের জন্য কোন প্রকার খরচ গ্রহণ করে না।