কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে জগৎতারা নন্দন নামে এক হিন্দু নারী বার্ধক্যজনিত কারণে শুক্রবার ভোর ৪ টার দিকে মারা যায়।করোনায় ঐ নারীর মৃত্যু হয়েছে এমন সন্দেহে হিন্দু সম্প্রদায়ের লোকজন তার সৎকারে এগিয়ে আসেনি। অবশেষে স্থানীয় চেয়ারম্যান আলাউদ্দীনের নের্তৃত্বে মুসলমানরা ঐ নারীর সৎকার করেছেনে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে উপজেলার মৃলগ্রাম গ্রামের রামপদ নন্দনের স্ত্রী জগৎতারা নন্দন(৮৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন সন্দেহে হিন্দু সম্প্রদায়ের লোকজন সৎকারে কোনোভাবে এগিয়ে আসতে রাজি হয়নি। ফলে বাধ্য হয়ে চেয়ারম্যান আলাউদ্দীন,মাহাবুর হাসান,জাকির,তৌহিদ,কনক দত্তসহ কয়েকজন মিলে শুত্রæবার দুপুরে ঐ নারীর সৎকার করে। এব্যাপারে চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, বার্ধকজনিত কারণে ঐ নারীর মারা গেলেও করোনায় মৃত্যু হয়েছে এমন সন্দেহে হিন্দু সম্প্রদায়ের লোকজন তার সৎকারে এগিয়ে আসেনি। বিষয়টি প্রশাসনকে জানিয়ে ইউপি সদস্য নিমাই চন্দ্র দাস, মাহাবুর হাসান,জাকির,তৌহিদ,কনক দত্তসহ স্থানীয় লোকজন নিয়ে ঐ নারীর সৎকার করা হয়েছে। গত ১৫ জুলাই ঐ নারীর ছেলে শীতল নন্দন মারা যায়।সে সময়ও করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে শীতলের সৎকারে হিন্দু সম্প্রদায়ের লোকজন অনীহা দেখায়।পরে শীতলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।