স্টাফ রিপোর্টার : যশোর জেলার মনিরামপুর থানার মাঝিয়ালী গ্রামের মেয়ে সানজিদা জেরিন এবার ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করলেন। মনিরামপুর থেকে রাজগঞ্জ যাওয়ার প্রধান সড়কটি অনেকদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, যার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আজ মঙ্গলবার (২৩ জুলাই) সানজিদা জেরিন ও মিম ব্রিকস এর যৌথ উদ্যোগে রাজগঞ্জ মোড় ব্রিজ সংলগ্ন ও কলাবাগান স্কুলের সামনের রাস্তার গর্তগুলো পুডিং করা হয়। রাস্তা সংস্কারের বিষয়ে সানজিদা জেরিন এর কাছে জানতে চাওয়া হলে সে জানায়,গত সপ্তাহে একজন মহিলা রাস্তার এই খানাখন্দের কারণে দুর্ঘটনার শিকার হয়, এবং আমি নিজেও বর্ষাকালে আব্বুর সাথে দুইদিন রাস্তার এই সকল গর্তের কারণে গাড়ি থেকে পড়ে গেছি, তাই আমি নিজে রাস্তার গর্তগুলো পুডিং করছি। রাস্তায় কয়েকজন ভ্যান চালক ও পথচারীদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে, রাস্তায় খানাখন্দের কারণে বিভিন্ন সময় অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, কিন্তু সানজিদা জেরিন ও মিম ব্রিকস এর যৌথ উদ্যোগে রাস্তাটি সংস্কার করা হলো যার জন্য আমাদের আর রাস্তায় খানাখন্দের জন্য দুর্ভোগ পোহাতে হবে না।