1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ইবিতে অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৫ বার সংবাদটি পাঠিত

তাসনিমুল হাসান,ইবিঃ মুজিববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ডরমিটরি চত্বরে অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বাগানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে এবং ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির সহযোগিতায় এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসে প্রায় ১ হাজার ২শ অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপণ করা হবে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকারিয়া রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, ড. মো. মিজানুর রহমান, ড. নিলুফা আক্তার বানু প্রমুখ।
প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এ অ্যারাবিয়ান খেজুরের চারা উৎপাদন করা হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION