যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে ব্যবসায়ী স্বামীর কাছথেকে নগদ টাকা, গহনা সহ ৩৫ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে স্ত্রী,শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার মামলাটি করেছেন বেনাপোল পোর্ট এলাকার খড়িডাঙ্গা গ্রামের মৃত আলহাজ আলী কদরের ছেলে জাহাঙ্গির আলম। শার্শা উপজেলার বাগআটড়া বসতপুর গ্রামের স্ত্রী লাকী খাতুন সহ বাবা মফেজ আলী ও মা রিক্তা খাতুনকে মামলায় আসামি করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম বাদীর অভিযোগের বিষয় আমলে নিয়ে বেনাপোর্ট পোর্ট থানাকে এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৭ সালের ১৯ জুন লাকী খাতুনের সাথে তার তিন লাখ টাকা দেনমহরে বিয়ে হয়। বিয়ের পর থেকে ২০১৯ সালের ২০ মে পর্যন্ত বাদীতার স্ত্রীকে জমি, সোনার গহনা, নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্র হাতিয়ে নেন। যার মুল্য ৩৫ লাখ ৩০ হাজার ৫শ’ টাকা উল্লেখ করা হয়। এরপরও স্ত্রী আরো সম্পত্তি দাবি করে। লাকিকে তার বাবা মা উৎসাহ দেয়। একপর্যায় স্বামীকে চাপপ্রয়োগ করে। সর্বশেষ চলতি বছরের ১৬ জুন লাকি বাদীকে তালাক নোটিশ প্রদান করেন। পরে বাদীর দেওয়া টাকা, গহনা আসবাবপত্র ফেরত চাইলে বাদীকে প্রাণ নাশের হুমকি দেয় আসামিরা। সর্বশেষ বাদী আদালতে এ মামলা করেন।