এম.হাসান রিয়াদ,হাবিপ্রবি প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে সারা দেশ ব্যাপি এককোটি চারা গাছ রোপণ করা হচ্ছে।
সরকারী এ উদ্দোগে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছাসেবী সংগঠণ ‘হেল্প ফাউন্ডেশন’ তাদের নিজ উদ্দোগে শার্শা ও ঝিকরগাছার বিভিন্ন রাস্তার পাশ দিয়ে অসংখ্য চারা গাছ রোপণ করে।
এই বৃক্ষরোপণ কর্মসূচীর আহবায়ক হিসেবে শার্শা ও ঝিকরগাছার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠণকে একত্রিত করেন হেল্প ফাউন্ডেশন এর সদস্য দেশসেরা উদ্ভাবক জনাব মিজানুর রহমান (সদস্য-সার্ক মানবাধিকার সংগঠণ)। এসময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠণ আবু তোরাব যুব সংঘের সভাপতির সাথে মতবিনিময় করেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।
উক্ত কর্মসূচীতে শার্শা উপজেলা থেকে স্বেচ্ছাসেবক হিসেবে আলামিন ইসলাম, সাব্বির হোসাইন, রাহান উদ্দীন এবং ঝিকরগাছা উপজেলা থেকে আবু তোরাব যুব সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গাছের চারা সরবরাহ করেন বাদল নার্সারি নাভারণ এর মোঃ বাদল হোসেন।