স্টাফ রিপোর্টারঃ দির্ঘদিন পর হলেও তারা আইনজীবীদের সুরক্ষার স্বার্থে করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মানার কঠোর নির্দেশনা জারি করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। একই সাথে তা মনিটরিং এর জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় যশোর জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সভাপতি এম ইদ্রিস আলী। নেতৃবৃন্দ জানান, এখন থেকে আর যে কেউ ইচ্ছা মত আইনজীবী সমিতির ভবনে অবাধ চলাচল করতে পারবেনা। সমিতির ১ নং ও ২নং ভবনে প্রবেশ পথের মুখে হাতধোয়ার ব্যবস্থা করা হয়েছে। বসানো হচ্ছে ব্যসিন ও রাখা হয়েছে হ্যান্ড সেনিটাইজারিং ব্যস্থা। এছাড়া ভবনে প্রবেশ পথ অনওয়ে করা হচ্ছে। প্রত্যেককে সমিতি ভবনে প্রবেশ দরজার মুখে থার্মাল স্কানার দিয়ে তাপমাত্রা পরীক্ষার করে প্রবেশ করতে হবে সবার। মাস্ক সারা কেউ সমিতির অফিস প্রাঙ্গনে কেউ ঘুরাঘুরি করতে পারবে না। এসব নির্দেশনা মানা হচ্ছে কিনা তা পরিদর্শন কারার জন্য কমিটি করে দেয়া হয়েছে। তারাই এগুলোর দেকভার করবে কেউ নির্দেশনা অমান্য করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে জানান এম ইদ্রিস আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত মনিটরিং কমিটির আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, সদস্য সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সদস্য অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু এবং অ্যাডভোকেট এস এম মাসুদুল হক প্রমুখ।