নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ১৫০ জন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে পার্টিতে যোগ দেন। নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানস্থলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার। এছাড়া কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলার প্রধান সংগঠক নুরুজ্জামান এবং জেলা সংগঠক বোরহান উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার।বক্তারা বলেন, “ন্যায়বিচার, রাজনৈতিক সচেতনতা ও জনগণের সমঅধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করছে।”নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন সদস্যদের যুক্ত হওয়ায় যশোর জেলায় পার্টির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে।এনসিপি নেতারা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সদস্য সংগ্রহ ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।