1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ভারতে জেল খেটে ফিরল ৭ যুবক

  • প্রকাশের সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার সংবাদটি পাঠিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভালো কাজের প্রলোভনে পাচারের শিকার সাতজনকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা যুবকেরা হলেনঃ যশোর জেলার শার্শা উপজেলার যাদবপুর গ্রামের রবিউল ইসলাম ও চালতেবাড়িয়া গ্রামের আলামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার নবীনগর এলাকার ফয়সাল, বরিশালের কলাবাড়িয়া গ্রামের মিন্টু বাড়ই, মাদারীপুর সদর উপজেলার রাজর গ্রামের আয়নাল মাতবর, শরীয়তপুর জেলার কানার বাজার উপজেলার ডাকসিন বিলাসখান গ্রামের রিপন খলিফা ও নড়াইল জেলার কালিয়া উপজেলার শুকতা গ্রামের শহিদুল শেখ।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি যুবকদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাঁদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) সংস্থা গ্রহণ করবে।জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে যুবকেরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তাঁরা। পরে একটি মানবাধিকার সংস্থা তাঁদের দমদম কারাগার থেকে ছাড়িয়ে আশ্রয়কেন্দ্রে রাখে। দুই দেশের আলোচনার মাধ্যমে এসব যুবক দেশে ফেরার সুযোগ পান।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION