1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৩৫

  • প্রকাশের সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার সংবাদটি পাঠিত

কণ্ঠ ডেস্ক

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৫ জন। গত শুক্রবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৩৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় ২১টি দেশীয় তৈরি অস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION