1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

  • প্রকাশের সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার সংবাদটি পাঠিত

কণ্ঠ ডেস্ক 

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গতকাল বৃহস্পতিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান সেনাদের পক্ষ থেকে প্রথমে প্ররোচনামূলক গুলিবর্ষণ করা হয়। জবাবে ভারতীয় সেনারাও গুলি ছোড়ে।

সামরিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে প্রতিহত’ করেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল, যার কয়েক দিন আগেই জম্মু ও কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গত মঙ্গলবার পাহালগামে হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হয়েছেন। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার, ছয় দশকের পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং আত্তারি স্থলবন্দর অবিলম্বে বন্ধ করে দেওয়া। ভারত এই হামলার ‘সীমান্ত পেরিয়ে যোগসূত্র’ থাকার অভিযোগ করেছে।ভারত গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে ১৯৭২ সালের সিমলা চুক্তিসহ দুই দেশের মধ্যে সমস্ত চুক্তি স্থগিত করার হুমকি দেওয়া হয়েছে। সিমলা চুক্তি জম্মু-কাশ্মীর ও লাদাখের নিয়ন্ত্রণরেখাকে (এলওসি) স্বীকৃতি দেয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION