মনিরামপুর(যশোর)প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বাংলাদেশ উলামা মাশায়েখ পরিষদের আয়োজনে জাতীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক এক আলোচনা ও বিশিষ্ট উলামা মাশায়েখদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার বায়তুল আমান জামে মসজিদে মওলানা সেলিম জাজাজ্ঞীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদের সদস্য এ্যাড গাজী এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে গাজী এনামুল হক বলেন, ইসলামি দেশ কায়েম করতে হলে সকলে ঐক্যবদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ, দেশেকে বর্তমানে একটি পক্ষ অস্থিতিশীল ও চাঁদাবাজির আখড়াই পরিণত করেছে যা দূরীকরণে জামায়াত ইসলামের বিকল্প নেই।
এসময় বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,লাউড়ি মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা কে এম মুফিজুর রহমান, ঝালঝাড়া সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা মফিজুর রহমান এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুর রহমান সহ অসংখ্য আলেম উলামা মাশায়েখ গণ।