নিজস্ব প্রতিবেদক
যশোর ও ঝিনাইদহ জেলা কৃষকদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বব্যাংকের আর্থিক ও পিকেএসএফ কারিগরি সহায়তায় যশোর উপপরিচালকের কার্যালয়ে এ কর্মশালার আলোজন করেন নবলোক পরিষদ। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর কৃষি বিভাগের উপপরিচালক ড. মো: মোশাররফ হোসেন। দিনব্যাপি কর্মশালায় দুই জেলার ২০জন কৃষক উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন নবলোক পরিষদ কর্মসূচি সমন্বয়কারি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বল্প জমিতে অধিক ফসল উৎপাদন, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা, মাটির স্বাস্থ্য, পরিবেশবান্ধব কৃষি যন্ত্রপাতি, এগুলো কৃষিতে ফোকাসে থাকতে হবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে কিভাবে ফসল উৎপাদন করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই প্রকল্পে এগুলো অন্তর্ভুক্ত আছে যে কারণে প্রত্যেক কৃষক এই প্রকল্পের আওতায় লাভবান হবেন।প্রকল্পে যশোর সদর, মণিরামপুর, চৌগাছা এবং ঝিনাইদহ জেলার মহেশপুরের প্রায় ১জাহার কৃষক এই প্রকল্পের আওতায় এনে কৃষিকাজ আধুনিকভাবে সম্পন্ন করার দিকনির্দেশনা ও কৃষিব্যয় কমিয়ে লাভজনক সবজি চাষ কিভাবে করা যায় সেই প্রশিক্ষণ দেন।