1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুরে করোনা সময়কালে ভ্রাম্যমাণ আদালতে ২৬৬ মামলায় ৬ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৫৭ বার সংবাদটি পাঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুরে সংক্রমণ রুখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬৬টি মামলায় ৬ লাখ ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা প্রশাসনের এসব ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ডে দন্ডি হয়েছেন ২৬৬ জন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে গত মার্চ ২০২০ থেকে কেশবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। সরকারি নির্দেশ অমান্যকরার অপরাধে অভিযানগুলো পরিচালিত হয়। গত মার্চ মাস থেকে ১ জুন ২০২০ পর্যন্ত মোট ২৬৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ লাখ ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানার এসব অর্থ নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে এবং বর্তমান পরিস্থিতিতে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না পারেন তার জন্যও অভিযান চলোমান রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION