আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য এই দৃষ্টান্ত স্থাপন করলেন সাংস্কৃতিক সংগঠকও সংবাদকর্মী উৎপল দে। এ বারের এসএসসি পরীক্ষায় কেশবপুরে আমের আড়তের শ্রমিকের জি পি এ-৫ পেয়েছে সাঙ্গকারা দাস ।
বুধবার সকালে কেশবপুর চারুপীট আর্ট স্কুলের পরিচালক উৎপল দে কেশবপুর বাজারের আম আড়তে পৌছে কৃতি শিক্ষার্থী সাঙ্গকারা দাসের উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্যে নগদ অর্থ প্রদান করেন। এ সময় তাকে মিষ্টি মুখ করান।
সাংবাদিক উৎপল দে জানান, এ ধরনের প্রতিভাবান শিক্ষার্থীদের লেখা পড়ার সুযোগ করে দেয়া সরকারের পাশাপাশি সচেতন মানুষদের দায়িত্ব বলে আমি মনে করি। প্রাথমিক ভাবে আজকে তাকে আমরা ভর্তি সংক্রান্ত বিষয়ে আর্থিক সহযোগীতা দিযেছে। পর্যায়ক্রমে পরবর্তীতে আরো কিছু সহযোগীতা করা হবে বলে জানান।
উল্লেখ্য সাঙ্গাকারা দাস বুড়িহাটিস্থ মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে । কেশবপুরের মজিদপুর গ্রামের ছোট একটি কুঠিতে তাদের বসবাস। তার পিতা কালিপদ দাস ও মাতা পার্বতী রানী দাস। তার বাবা একজন ভ্যান চালক।