রুপদিয়া প্রতিনিধি
রমজানের পবিত্রতা রক্ষা, সুদ ঘুষ বেহায়াপনা বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রণের দাবীতে রুপদিয়া আঞ্চলিক শাখা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় রুপদিয়া বাজার জামায়াতের কার্যালয়ের সামনে আয়োজিত মিছিল পুর্ব বিক্ষোভ সমাবেশ নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন যশোর জেলা সভাপতি মাওলানা আব্দুল মালেক খান বিশেষ অতিথি ছিলেন সদর থানা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, থানা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আমিনুর রহমান, থানা যুব জামায়াতের সেক্রেটারি সাইফুর রহমান মনির, কচুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি আহসান উল্লাহ, কচুয়া ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি আল মামুনসহ নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল রুপদিয়া আঞ্চলিক জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রশিক্ষণ শেষে জামায়াত কার্যালয়ে এসে শেষ হয়।