ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার সকালে ওই গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুফী শেখ (৩২) ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলী ইদুর সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। এ সময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে মারামারি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী সুফী শেখ মারামারি ঠেকাতে গেলে ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সুফী শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। ভর্তিরত অবস্থায় দুপুর ১২টার দিকে সুফী মারা যান। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুম খান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে ইদ্রিস আলী ওরফে গরু চোর ইদুকে আটক করা হয়েছে। কারণ ইদু একজন বিখ্যাত গরু চোর। ইদুসহ তার সাঙ্গপাঙ্গরা তাদেরকে কুপিয়েছে এবং বিরুদ্ধে অনেক গরু চুরির অভিযোগ রয়েছে। বাকীদের আটকের জন্য অভিযান চালছে। সেই সাথে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।