নিজস্ব প্রতিবেদক
মণিরামপুরে অসহায় এক বৃদ্ধার জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের খালপাড়ে স্থানীয় একদল দুর্বৃত্ত এ জমি দখল করার পায়তারা করছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছে। ভুক্তভোগী ফজর আলী জানায়, স্থানীয় খালেক মোল্লার স্ত্রী মারুফা বেগম ও খালেকের ছেলে আমিনুর রহমানের কাছ থেকে ১৯৯১ সালে ১১ শতক জমি টাকার বিনিময়ে রেস্ট্রিকৃত কবলা দলিলের মাধ্যমে ক্রায় করে ভুক্তভোগী পরিবার। ক্রায়ের পরে বাড়ি করে তারা ৪ ভাই ভোগদখল করে আসছিল। খালপাড়ে অসহায় এক বৃদ্ধার জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রেস্ট্রিকৃত কবলা দলিল থাকার সত্ত্বেও ওই জমিতে এক লক্ষ টাকার অধিক গাছ গাছালি কেটে নেওয়ার সময় স্থানীয় লোকজন বাধা দিলে গাছ কাটা বন্ধ রাখেন। এর প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগ ফজর আলী জানান ঢাকুরিয়া খালপাড়ের খালেকের মোল্লার স্ত্রী মারুফা বেগম ও খালেকের ছেলে আমিনুর রহমানের নিকট থেকে আমি ফজর আলী ১১ শতক জমি টাকার বিনিময় রেস্ট্রিকৃত কবলা দলিল করে কিনে নিয়েছি ১৯৯১ সালে সেই ১৯৯১ সাল থেকে ভোগদখল করে আসছি আমারা ৪ ভাই এবং সেখানে বাড়ি করে আছি। সেই ১১ শতক জমি আমাদের ভিটাবাড়ি। তারা জানান গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মোজনু পিতা: শাহাজান, শাহাজানসহ ৮/১০ জন তাদের লোকজন নিয়ে তার জমি দখলের চেষ্টা করেন। এই জমি মধ্য বেশ কয়েকটি গাছ ছিল রেন্ডি গাছ, তেঁতুল গাছ, আম গাছ, নিম গাছ সব মিলায়ে এক লক্ষ টাকার গাছ বিক্রি করে নেন যখন কিছু গাছ মেরে ফেলেন বাকি গুলো মারার সময় বাধা দেওয়া হয়। এবং প্রতিবাদ করায় মতিয়ারসহ তাদের ৪ চারি ভাই সহ পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। ভয়ে ওই পরিবারের এখন অনেকেই পালায় আছে। মাঠের একটি খুয়ায় বিষ প্রয়োগ করে মাছ মেরে দিয়ে ওই নামধারী সন্ত্রাসী গুলো। আরো বলেন, জমি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিচ্ছেন। তাদের ৪ ভাইসহ পুরা পরিবারা এখন জীবন শঙ্কায় ভুগছেন।