ডেস্ক রিপোর্ট:কেশবপুরে মাংসের টাকা ভাগাভাগি নিয়ে এক যুবককে মারপিট করারসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত গরু ব্যবসায়ী স্থানীয় চিকিৎসা নিয়েছে।
এ ঘটনায় গোলাম মোস্তফা বাদি হয়ে ৪ জনের বিরদ্ধে কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেছে ।এজাহার সুত্রে জানা গেছে উপজেলার ব্রক্ষকাঠি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে গোলাম মোস্তফা (৩৫)রোজার ঈদের মাংস ও মাংসের টাকা ভাগাভাগি নিয়ে একই গ্রামের মৃত নজরুল ইসলাম খাঁর ছেলে আলমগীর হোসেন,তার ভাই জাহাঙ্গীর হোসেন,কামরুল ইসলাম মৃত ইজ্জত আলীর ছেলে আব্বাস আলীর সাথে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের সূত্রে ধরে গত ২৮ মে রাত সাড়ে টার দিকে বকুলতলা বাজারে সিরাজুল ইসলামের মিষ্টির দোকানের সামনে গোলাম মোস্তফাকে পথরোধ করে আলমগীর হোসেন,তার ভাই জাহাঙ্গীর হোসেন,কামরুল ইসলাম,আব্বাস আলী মিলে গোলাম মোস্তফা মারপিট করে গুরু বিত্রিæর নগদ ৭৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ব্যাপারে জাহাঙ্গীর হোসেনের বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।কেশবপুর থানার এস আই তাপস কুমার বলেন গোলাম মোস্তফা বাদি হয়ে ৪ জনের বিরদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।