➡️ ভোটাররা জানে না কমিটি গঠনের ব্যাপারে।
➡️ এ্যাডহক কমিটি করেনি চূড়ান্ত ভোটার তালিকা।
➡️ ইউএনওর দাবি নিয়ম মেনেই কমিটি গঠন হয়েছে।
➡️ ভোটারদের ক্ষোভ প্রকাশ।
ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে কালীগঞ্জে বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। অরাজনীতিক এ সংগঠনের কাউন্সিল না করে, অনুমোদিত ভোটার তালিকা ব্যতিত এবং নির্বাচনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই পছন্দের কয়েকজনকে নিয়ে গোপনে চলতি মাসের প্রথম দিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে বসে উপজেলা স্কাউটের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। উপজেলা স্কাউট কমিটি গঠনের ব্যাপারে স্বয়ং এ্যাডহক কমিটির সদস্যরাও কিছু জানেন না। শুধু তাই নয়; উপজেলা স্কাউট কমিটির সদস্যরা অধিকাংশই জানেন না কমিটি গঠন বা ভোট গ্রহণের ব্যাপারে। স্কাউটের কমিটি গঠনের মধ্য দিয়ে সংশ্লিষ্টরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ভোটারবিহীন নির্বাচন বা কমিটি গঠনের সংস্কৃতি ধরে রেখেছেন বলে মনে করছেন উপজেলা স্কাউট কমিটির অনেক সদস্য। বর্তমান উপজেলা স্কাউটের এ্যাডহক কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল স্কাউটের সদস্য মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কাব শিক্ষক ও মুক্ত দল স্কাউট সদস্যদের সাথে আলাপ-আলোচনা করে চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন দেবেন। একই সাথে নির্দিষ্ট তারিখে ভোট গ্রহণ কিংবা কন্ঠভোটের মাধ্যমে আলাপ-আলোচনা করে কমিটি গঠন করবেন। কিন্তু তা নাকরে কমিটি গঠনের সাথে জড়িতরা নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপজেলা স্কাউট এর কমিটি গঠন করেছেন। মানা হয়নি কমিটি গঠনের যথাযথ নিয়ম। ১০ ফেব্রæয়ারী নিয়ম বহির্ভূত ভাবে গঠিত এই স্কাউট কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়েছে উপজেলা সভা কক্ষে। ওই পরিচিতি সভার একটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন উপজেলা শাখার সম্পাদক হিসেবে স্ব ঘোষিত বালিয়াডাঙ্গা এম এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামকে। মূলত এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা স্কাউট কমিটির সদস্যরা জানতে পারেন কমিটি গঠনের ব্যাপারে। এ ব্যাপারে ঘোষিত কমিটির স্ব ঘোষিত সম্পাদক জাহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি স্কাউট কমিটির ব্যাপারে কিছু জানতাম না। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্যার আমাকে ডেকে নিয়ে তার অফিসে বসে একটি কমিটি করে দেন। বাংলাদেশ স্কাউট এর কালীগঞ্জ উপজেলা অ্যাডহক কমিটির সদস্য জোবায়দুননেসা রাফি(এএলটি) জানান,আমি সদস্য হয়েও জানতে পারেনি কবে কমিটি গঠন হলো। কমিটি গঠনের ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল (অতিরিক্ত দায়িত্ব) বলেন,ইউএনও স্যারের নির্দেশনা মোতাবেক আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা স্কাউটের কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা স্কাউটের চূড়ান্ত ভোটার তালিকা আমার জানা নেই। কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে ওইভাবে কমিটি করা কঠিন। তাছাড়া বড় পরিসরে করতে গেলে খরচেরও একটা ব্যাপার আছে। স্কাউট এর যেসব সদস্যরা কমিটির ব্যাপারে জানেন না তাদেরকে জানিয়ে দেওয়া হবে। উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের নিকট আইন মেনে স্কাউটের কমিটি গঠন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান,যথাযথ প্রক্রিয়া মেনেই উপজেলা স্কাউটের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে কারো অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে বলেন, আমি দেখব। বাংলাদেশ স্কাউটের নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলার দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক রাসেল আহমেদ জানান,নিয়ম হচ্ছে কমিটি গঠনের ব্যাপারে সকল সদস্যদের জানাতে হবে। তাদের সর্ব সম্মতিক্রমে গঠিত হবে কমিটি। এখানে নিজেরা নিজেরা কমিটি করার কোন সুযোগ নেই। কালীগঞ্জে স্কাউটের কমিটি গঠন কিভাবে হয়েছে তা খোজ নিয়ে দেখব।