নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়ায় জমাজমি সংক্রান্ত পুর্বশত্রুতার জেরে হামলা করে বাড়ি ঘর ভাংচুর করে জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে এবিষয়ে সদর কোতয়ালী মডেল থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে হেলাল, বিল্লাল, হালিমদের সাথে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমাজমি সংক্রান্ত পুর্বশত্রুতা চলে আসছে এরই সুত্র ধরে গত ১২ই ফেব্রুয়ারী রাত দুইটার দিকে চাউলিয়া গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে হেলাল ও বিল্লাল, মৃত মোকসেদ মোল্লার হালিম, রনি, রায়হান সহ অজ্ঞাত ৫/৭ জন দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেনের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর মারধর ও নগদ টাকাসহ মালামাল লুটপাট করে। এবং জায়গা দখলের চেষ্টা করে এসময় জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেনের স্ত্রী বাধা দিলে এলোপাতাড়ি মারধর করেন এবং ঘরবাড়ি আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় দেশীয় অস্ত্রের মুখে হত্যার হুমকি দেয় এসময় তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে চলে যায় বলে অভিযোগ উল্লেখ করেন ভুক্তভোগী। ভুক্তভোগী আরো অভিযোগ করে বলেন এর আগে একাধিক বার হেলাল বিল্লাল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। এতে করে ক্রমেই হেলাল বিল্লাল ও তার সহযোগীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তিনি জেলা পুলিশের উর্ধতন কতৃপক্ষের আইনগত পদক্ষেপ ও সহযোগীতা কামনা করেন। অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা সদর কোতয়ালী মডেল থানার এএসআই নুর ইসলাম থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।