জহুরুল ইসলাম
যশোর সদর উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শেষে পুস্কার ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী ) সকালে এ মেলার সমাপ্তী অনুষ্ঠান করা হয়। সোমবার থেকে শুরু হয় এ মেলা। উপজেলা চত্বরে এ মেলায় ২০টি ষ্টল দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার সুজাউল হক । কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ। সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে আরো বেশি জানতে পারবে কৃষকরা। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে। অনুষ্ঠান শেষে জিনিয়া মাশরুম সেন্টার, খেজুরের রসের স্টল, সুব্রত শুভ ভ্রমি কম্পোস্ট, কৃষি উইং আশা, নার্সারি ও কৃষি উইং কে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।