কণ্ঠ ডেস্ক
নেটফ্লিক্সের ফ্যামিলি ড্রামা ‘গুডবাই জুন’-এর মাধ্যমে সিনেমার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন কেট উইন্সলেট। অস্কার বিজয়ী এই অভিনেত্রী সিনেমাটি প্রযোজনা এবং অভিনয়ও করবেন। এখানে আরও অভিনয় করবেন টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো, টিমোথি স্পাল এবং হেলেন মিরেন।প্রাক্তন স্বামী স্যাম মেন্ডেসের সাথে উইন্সলেটের ছেলে জো অ্যান্ডার্স যৌথভাবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন। এটি যৌথভাবে প্রযোজনা করছেন উইন্সলেট ও কেট সলোমন। সলোমন, উইন্সলেটের ‘লি’ সিনেমাটিও প্রযোজনা করেছিলেন। ভোগের ফটোগ্রাফার লি মিলারের বায়োপিক ‘লি’তে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন কেট উইন্সলেট। এই সিনেমার জন্য উইন্সলেট গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন। সিনেমা ‘লি’ বছরের সেরা ব্রিটিশ সিনেমার জন্য বাফটা’র জন্যও মনোনীত হয়েছিলো। এদিকে নেটফ্লিক্স ‘গুডবাই জুন’ কে একটি স্পর্শকাতর কিন্তু হাস্যরসে পূর্ন সিনেমা হিসেবে বর্ণনা করেছে। এই সিনেমায়, হঠাৎ করেই এক কঠিন পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় একটা পরিবারের ভাই-বোনরা সবাই ভেঙে পড়ে। সমস্যা সমাধানের জন্য তারা সবাই একত্রিত হয়। জানা যায়, খুব শিগগিরই যুক্তরাজ্যে ‘গুডবাই জুন’-এর শুটিং শুরু হবে।এর আগে এলিজাবেথ ডে’র সঙ্গে ‘হাউ টু ফেইল পডকাস্টে ‘লি’র প্রচারণার সময়, উইন্সলেট ব্যাখ্যা করেছিলেন যে, যদিও তিনি আগে পরিচালনা করতে চাননি তবে সময়ের পরিক্রমায় তিনি এখন পরিচালনা করতে প্রস্তুত। তিনি এটাও বলেছিলেন, হলিউডের অভিনেত্রীদের জন্য দায়িত্ববোধ থেকে হলেও তার ক্যামেরার পেছনে কাজ করা উচিত।কেট বলেন, ‘অনেক মানুষ আমাকে বলেছে, কেন আমি পরিচালনায় আসছি না। আর আমি বলেছি, না আমি এটা করবো না। কিন্তু সংস্কৃতি ও সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে অন্য নারীদের জন্য হলেও আমার পরিচালনায় আসা উচিত। এবং এটা আমি বেশ জোরেশোরেই অনুভব করেছি। আমার মনে হয় আমরা যতবেশি মেয়েরা নির্মাণে আসবো, অন্য মেয়েরা তত অনুপ্রেরণা পাবেন।’ বলা প্রয়োজন, ‘লি’ ছাড়াও উইন্সলেট সম্প্রতি এইচবিও লিমিটেড সিরিজ ‘দ্য রেজিম’-এ অভিনয় করেন, যার জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়নও পেয়েছিলেন। উল্লেখ্য, কেট উইন্সলেট ২০০৯ সালে ‘দ্য রিডার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন।