নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে ২দিন ব্যাপী ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির দক্ষিণ গেটে ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব উদ্বোধন করেন ঐতিহ্যবাহী রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ এসময় প্রধান অতিথি জহুরুল পারভেজ বলেন শিবিরের প্রকাশনা উৎসব আয়োজনে শিক্ষার্থীরা ইসলামের সুমহান আদর্শ সম্পর্কে জানতে এবং বুঝতে পারবে তিনি আরো বলেন যেহেতু আমরা মুসলিম সেহেতু ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ আমাদের নেই, ইসলামী ছাত্র শিবিরের এমন আয়োজন ভবিষ্যতে আরো করেন সে বিষয়ে তাগিদ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির যশোর শহর সভাপতি আহমেদ ইব্রাহিম, ইসলামী ছাত্র শিবির নরেন্দ্রপুর ইউনিয়ন সভাপতি আলী আহসান, নরেন্দ্রপুর ইউনিয়ন শিবিবের সেক্রেটারি নাফিস ফুয়াদ সহ নেতৃবৃন্দ।