স্টাফ রিপোর্টার,মনিরামপুর
১৮ ফেব্রুয়ারী যশোরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা সফলের লক্ষ্যে শনিবার মনিরামপুরে বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিকেলে দলিয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মিজানুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, খান শফিয়ার রহমান, নাজমুল হক লিটন, জাহাঙ্গীর বিশ্বাস, আব্দুস সাত্তার দফাদার, আব্দুর রাজ্জাক, মহিলাদল নেত্রী লুৎফুন্নাহার বেগম, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, পৌর আহবায়ক আব্বাস উদ্দিন, বিল্লাল গাজী প্রমুখ।