মণিরামপুর(যশোর)প্রতিনিধি
জাতীয় পার্টিকে সুসংগঠিত ও তৃর্ণমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, জাতীয় তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন মৃধা ও এ্যাড. মোড়ল জিয়াউর রহমান এর নেতৃত্বে শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় জাতীয় তরুণ পার্টির সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন বাবু। জাকির হোসেন বাবু মণিরামপুর পৌরসভার দূর্গাপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। জাকির হোসেন বাবু মণিরামপুর উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। বাবু খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমানসহ বজলু রহমান, মফিজ, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, প্রবাসী শামীম হোসেন, মনিরুজ্জামান টিটো, মাহবুবর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও যশোর জেলার সাবেক সভাপতি প্রবীন আইনজীবি এ্যাড. মাহবুব আলম বাচ্চু, এ্যাড. সিরাজুল ইসলাম লেন্টু, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস মেম্বর প্রমুখ।