ঝিনাইদহ অফিস
ভারত থেকে চোরাই পথ দিয়ে আসা ক্যান্সারের বিশাল ঔষুধের চালান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে সাড়ে ৫৬ লাখ টাকার এসব ঔষুধ জব্দ করে ৫৮ বিজিবি। ৫৮ বিজিবি অধিনায়ক লেপ্টেন কর্নেল মোঃ রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে চোরাচালানকারীরা বড় ধরনের একটি ঔষুধের চালান ঢুকবে। এসময় বিজিবি সদস্যরা সীমান্তের পিলার-৫২/২২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এরপর চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাটিলা গ্রামের সরিষা ক্ষেতের মধ্যে ফেলে পালিয়ে যায়। সেসময় বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ১০হাজার ১১০ পিচ বিভিন্ন প্রকার ক্যান্সার রোগের ঔষুধ জব্দ করে। তিনি আরও জানান, উদ্ধারকৃত ঔষুধের মূল্যে আনুমানিক ৫৬লাখ ৪৭হাজার টাকা হবে।