1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ঝিনাইদহে যৌথবাহিনীর দিনব্যাপী অভিযানে একটি গ্রেনেড হেন্ড-৩৬ উদ্ধার

  • প্রকাশের সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার সংবাদটি পাঠিত
ঝিনাইদহে যৌথবাহিনীর দিনব্যাপী অভিযানে একটি গ্রেনেড হেন্ড-৩৬ উদ্ধার

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহের একটি বাগান ঘিরে রাখে যৌথবাহিনী। সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘিরে রাখা হয়। স্থানটিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এরপর সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে গ্রেনেড হেন্ড-৩৬(আরজেস) উদ্ধার করে যশোর সেনানিবাসের বোম-ডিসপোজাল ইউনিট। জানা গেছে, সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি বাগান লাল ফিতা দিয়ে নিশানা টাংগিয়ে এলাকাটি ঘিরে রাখে। যশোর সেনানিবাসের মেজর রুশাদের নেতৃত্বে পুলিশ,র‌্যাব ও আনসারের ২০/২৫টি গাড়ি সেখানে সারি বদ্ধভাবে রাখা হয়। এতে করে স্থানীয় উৎসুক জনতার মধ্যে উৎবেগ উৎকন্ঠা দেখা দেয়। স্থানীয়রা জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কোড়াপাড়া গ্রামের জনৈক বাদশা সিরাজির মেহগনি বাগানে অভিযান শুরু করে যৌথবাহিনী। সেখানে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয়ে যশোর সেনানিবাসে বোমা নিষ্ক্রিয় ইউনিটকে সংবাদ দেওয়া হয়। বিকালের বোম-ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছিয়ে গ্রেনেড হেন্ড-৩৬(আরজেস) উদ্ধার। এতথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION