1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার সংবাদটি পাঠিত

‘ফুটপথ দখলে নিয়ে ইউএনও’র মিনি পার্ক, দুর্ঘটনার শংকা’ শিরোনামে দৈনিক রুপান্তর প্রতিদিন, দৈনিক বাংলার ভোর, দৈনিক আজকের প্রত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার নজরে এসেছে। মূলতঃ নির্মাণ কাজটি করা হয়েছে মনিরামপুর পৌরসভার ঠিকাদারের মাধ্যমে। যা পৌরসভার কর্মকর্তাদের সম্মিলিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়। পৌরসভাধীন মোহনপুর বটতলা মোড়ে ওই জায়গাটি বালু, ইটেরখোয়াসহ কাঠের স্তুপ করে রাখার দৃশ্যটি উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক নিশাত তামান্না স্যারের দৃষ্টিগোচর হয়। এছাড়া পৌরসভার অর্থে ওই জায়গায় একটি যাত্রী ছাউনি আছে। কিন্তু ওই যাত্রী ছাউনিটি বেদখল ছিল। এক কথায় নোংরা পরিবেশ বিরাজ করছিল। পৌরসভায় শিশুদের মানসিক প্রশান্তি দেবার মত কোন পার্কও নেই। সরকারের দায়িত্বশীল উর্দ্ধতন পর্যায়ের কর্মকর্তারা প্রায় ওই জায়গার পাশ দিয়ে যাতায়াত করেন। সব দিক বিবেচনায় নিয়ে যাত্রী ছাউনি উদ্ধারসহ জায়গাটি দৃষ্টিনন্দন করতে উদ্যোগ পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় পৌরসভার এক মিটিং-এ বিষয়টি উল্থাপিত হলে উপস্থিত সকল সদস্য জায়গাটি উদ্ধার পূর্বক দৃষ্টিনন্দন করণে যাবতীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক যাত্রী ছাউনি উদ্ধারপূর্বক যাত্রী ছাউনি সংস্কার ও সৌন্দর্য্য বর্ধনসহ একটি মিনি পার্ক গড়তে পৌরসভার নির্ধারিত ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়। কিন্তু এই নির্মাণকাজ ইউএনও নিশাত তামান্না করেননি, করেছে পৌরসভা। এমনকি নির্মান কাজের নামে অর্থ লুটের একটি অসত্য ও হাস্যকর কথা বলা হয়েছে। এছাড়া সওজ’র (সড়ক ও জনপদ বিভাগ) জায়গা দখল করার কথা বলা হয়েছে। কিন্তু রাজারহাট-চুকনগর মহাসড়কের মণিরামপুর অংশের সড়কের দুই পাশে বাঁশ, কাঠ, ইট, বালু ও খোয়াসহ নানা ধরনের বস্তু রাখা আছে। এ নিয়ে উপজেলা আইন-শৃংখলার সভায় একাধিকবার অবৈধভাবে দখলে নিয়ে এসব বস্তু অপসারনের উদ্যোগ নেয়া হলেও তা কার্যকর হয়নি।
মূলতঃ ইতিবাচক দিকটিকে পাশ কাটিয়ে অনৈতিক ফায়দা নিতে ব্যর্থ একটি মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াতে এ সংবাদ প্রকাশিত হয়েছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ কামাল হোসেন
পৌর নির্বাহী কর্মকর্তা
মনিরামপুর পৌরসভা,যশোর

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION