আজিজুর রহমান,কেশবপুর(যশোর)প্রতিনিধি:
কেশবপুরে করোনা ভাইরাসে সর্বশেষ আত্রুান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়ার নার্স আমেনা খাতুন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন ফুলের তোড়া ও ফলমুল দিয়ে করোনা যোদ্ধা সিনিয়ার নার্স আমেনা খাতুনকে শুভেচ্ছা জানান।এ নিয়ে কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আত্রুান্ত ১৩ জনই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। উল্লেখ্য কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আত্রুান্ত ১৩ জনের মধ্যে কেশবপুর হাসপাতালের ২ জন মেডিকেল অফিসার, ২ জন উপকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ২ জন স্বাস্থ্যকর্মী, ১ জন সিনিয়ার নার্স, সেন্টাকিপার ১ জন, বাইরের ক্লিনিকের ১ জন,শহরের সোলানী ব্যাংক এলাকার ১ যুবক,উপজেলার ধর্মপুর গ্রামের ১ জন গৃহবধু,ও পাঁজিয়া এলাকার ১জন মাদ্রাসার ছাত্র।