কণ্ঠ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ৫ আগস্টের পর একটি দল/গোষ্ঠী বেসামাল হয়ে পড়েছে। তারা ব্যাংক দখল করছে, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে নিজেদের লোক বসাচ্ছে। এভাবে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি, দখলবাজি করছে, আর দোষ চাপাচ্ছে বিএনপির ওপর। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী আওয়ামী দোসর সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত নাগরিক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।আহমেদ আযম খান বলেন, এক সময় তারা বলছে, আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আবার বলছে, আওয়ামী লীগ খুনি। তারা কখন কোন কথা বলছে, তা নিজেরাও জানে না। ওই দলটিকে বলবো, আগে নিজেরা স্থির হন, আস্তে আস্তে এগোন। জনগণের ভালোবাসা অর্জন করুন, প্রতিষ্ঠানিক চাঁদাবাজি-দখলবাজি বন্ধ করুন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কেউ কেউ বলার চেষ্টা করছেন, বিএনপির কিছু কিছু নেতাকর্মী চাঁদাবাজি-দখলবাজিতে লিপ্ত। তাদের বলতে চাই, বিএনপি চাঁদাবাজি-দখলবাজিতে বিশ্বাস করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ চাঁদাবাজি-দখলবাজিসহ অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। বিএনপি এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। তিনি আরও বলেন, ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। মানুষের প্রত্যাশা ছিল, এই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণকারী আওয়ামী সিন্ডিকেট ভাঙতে পারবে, নিত্যপণ্যের দাম কমবে। কিন্তু বাণিজ্য উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। উপদেষ্টাদের বলবো, আপনারা এই সরকার এবং সরকারপ্রধানকে বিব্রত করবেন না। কারণ, এই সরকার জনগণের সরকার, আমার-আপনার সবার সরকার। তাই জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে, ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারলে, আপনারা জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এবং কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।