1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • প্রকাশের সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার সংবাদটি পাঠিত
বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে আকিজ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি ২০২৫ রবিবার থেকে শুরু হয় এসব প্রতিযোগিতা। ২৯ জানুয়ারি বুধবার চারদিন ব্যাপী উদযাপন শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের মাধ্যমে। প্রতিযোগিতায় বিশেষ আয়োজন ছিল ‘Be Innovated; Stay Connected’ প্রতিপাদ্যে বিজ্ঞান মেলা। শিক্ষার্থীদের এ্যাসেম্বলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। পরে তিনি বিজ্ঞান মেলা ঘুরে দেখেন। প্রচলিত ক্রীড়া প্রতিযোগিতাকে ছাপিয়ে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্ক শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ায় তিনি কর্তৃপক্ষের প্রসংশা করেন। মাহফুজুল হোসেন বলেন, আকিজ কলেজিয়েট স্কুল ভাল ফলাফলের দিক থেকে যেমন শীর্ষ অবস্থানে, তেমনি তাদের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম অনুকরনীয় দৃষ্ঠান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। ঝিকরগাছা উপজেলার নাভারণে অবস্থিত প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠতে দেখা যায় শিক্ষার্থীদের। বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করে। ছাত্র-ছাত্রীদের আলাদা অংক দৌড়, ১০০ মিটার দৌড়, চেয়ার সিটিং, গোলক নিক্ষেপসহ মোট ২৭টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন ছিল। এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা প্রতিষ্ঠান প্রাঙ্গন। এরমধ্যে শিক্ষকদের হাড়ি ভাঙ্গা খেলা শিক্ষার্থীদের বাড়তি আনন্দ দেয়। চোখ বাধা অবস্থায় হাড়ি ভাঙা খেলায় অংশ নিয়ে কয়েকজন শিক্ষক সফল হন। শিক্ষকদের সফলতায় শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে। বিজ্ঞান মেলায় মোট ১৪টি স্টলে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করে। স্মার্ট সিটি, সোলার প্যানেলের সাহায্যে স্মার্ট স্কুল, স্মার্ট বাগান, ভ‚মিকম্প সতর্কতা সিস্টেম, স্বয়ংক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, ক্লিন এয়ার, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা, বন্যা পরবর্তি ভাসমান সেতু তৈরি করে জীবন ধারণ পদ্ধতিসহ নানা উদ্ভাবনি প্রজেক্ট উপস্থাপন করে দর্শকদের মন জয় করে এসব খুদে উদ্ভাবকরা। মেলা ঘুরতে আসা দর্শনার্থীদের তাদের প্রজেক্ট সম্পর্কে ব্রিফ করে তারা। বিজ্ঞান মেলা দেখতে ছুটে আসেন অভিভাবকরা। সন্তানদের এই উদ্ভাবনি মেধা এবং সৃজনশীলতা দেখে তারাও অভিভ‚ত হন। অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরাও দারুন খুশি। আয়োজনের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান শিক্ষার্থীরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলার প্রতি আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে। এধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে বলে মনে করেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর রবিউল হক ও অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। ১৯৯১ সালে দেশবরেন্য শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দিন প্রতিষ্ঠিত আকিজ কলেজিয়েট স্কুলটি পরিচালনা করছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। সভাপতির দায়িত্ব পালন করছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। ভাল ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে দেশসেরা হিসেবে প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION