নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ই জানুয়ারি) বেলা ১২ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যুগ্ম সম্পাদক মোকাদ্দেসুর রহমান রকি, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, অর্থ সম্পাদক আল মামুন শাওন, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা বাবু, কাজী হাবিবুর রহমান ও হুরে জাহান উর্মি প্রমুখ। নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসক ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেন।