ঝিনাইদহ অফিস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় ছিলো। যে কারনে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে দেশের মানুষের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। বিএনপি নেতাকর্মীদের কাজ হবে, দেশের সাধারন মানুষের সেই আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় বুধবার বিকালে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক কমিটির উদ্যোগে ঝিনাইদহ ড্রিমভ্যালী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক কর্মশালায় নেতাকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাবি সাদা দলের আহবায়ক ড. মোরশেদ হাসান খাঁন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিষ্টার মীর মোঃ হেলাল উদ্দিন, মোঃ আব্দুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য ও প্রশিক্ষক ফারজানা শারমিন পুতুল, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা,জেলা বিএনপির সিনিয়র সহ-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু প্রমূখ। প্রশিক্ষন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালী কর্মশালায় যোগ দিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর বিভিন্ন স্তরে লোক নিয়োগ করা হবে। তিনি আরো বলেন, পলাতক স্বৈরাচারের কিছু দোসর দেশের ব্যাংক খাত লুটতরাজ করে বিদেশে টাকা পাচার করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংকিং খাতে অর্থনীতির নিয়মে সংস্কার করা হবে। যাতে দেশের অর্থনীতি মজবুত ও সুদৃড় হয়। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচাররা বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ছিলো। বিএনপি এই সিন্ডিকেট প্রথা ভেঙ্গে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের মানুষের জন্য দেশীয় পন্যের মাধ্যমে পন্য প্রদান করা হবে।