ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের শৈলকূপায় মিঠুন হোসেন মিয়া (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিঠুন উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ভাটই বাজারে পাশে মলমলি গ্রামের মাঠে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। মলমলি গ্রামের আলিফ নামের এক পথচারী বলেন, আমি ভাটই বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। পথে অটো রাইচ মিল পার হলে গাছে একটি মানুষের রুপে ঝুলে থাকতে দেখে ভয়ে চিৎকার করে উঠি। এসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে কাছে গিয়ে দেখে এটি একটি মানুষের ঝুলন্ত মরদেহ। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খাঁন জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করার জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত কাজ শেষ হলে বিস্তারিত জানা যাবে।