1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৬০ লাখ টাকার চেক বিতরণ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার সংবাদটি পাঠিত
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৬০ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বরাদ্দকৃত ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। বিআরটিএ’র ঝিনাইদহ সার্কেল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। এছাড়া অন্যান্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ ঝিনাইদহের সহকারী পরিচালক তানভীর আহমেদ, মোটরযান পরিদর্শক প্রকৌশলী এসএম সবুজ, মোটরযান পরিদর্শক তারিক হাসান, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন ও আহত ৩ জনের পরিবারের সদস্যদের মধ্যে এই চেক বিতরণ করা হয়। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহত ২ জনকে ১ লক্ষ টাকা করে এবং গুরুতর আহত এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তা ট্রাস্টি বোর্ডে যাছাই বাছাই পূর্বক অর্থ সহযোগীতা মঞ্জুর করা হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION